বরিশালে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

‘তরুণদের বিপথে যাওয়া থেকে বিরত রাখতে এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করতে খেলাধুলার বিকল্প নেই।’

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Barishal
শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সুন্দর ও সুস্থ সমাজ গড়ার লক্ষে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যুবসমাজকে মাদকমুক্ত রাখার প্রচেষ্টায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজার সভাপতিত্বে ছাত্র সমন্বয়ক মো: রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন, জামায়াতে ইসলামের সেক্রেটারি মো: খোকন সরদার।

এ সময় ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০টি ফুটবল, ১০টি ভলিবল, ১০ সেট ক্রিকেট সামগ্রী, ১০টি ক্রামবোর্ড ও ১০ সেট দাবার কোড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোশারফ হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন বলেন, ‘ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিতকরণের প্রচেষ্টা। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং তাদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতে এ উদ্যোগ গ্রহণ করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজার বলেন, ‘কেবল এটি একটি খেলাধুলার সামগ্রী বিতরণ নয়। এটি তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের প্রতি আগ্রহ তৈরির একটি মাধ্যম। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি বলেন, ‘তরুণদের বিপথে যাওয়া থেকে বিরত রাখতে এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করতে খেলাধুলার বিকল্প নেই। ফলে তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে লড়তে এবং একটি সুস্থ, কর্মঠ ও আনন্দময় জীবন গড়তে অনুপ্রাণিত করবে।’