বোয়ালমারীতে ব্রিজের পাড় ধসে জনদুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

পৌর কর্তৃপক্ষ একবার মেরামত কাজ শুরু করলেও তা আর এগোয়নি, ফলে সমস্যা দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে।

Location :

Boalmari

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর সদরের গুনবহা ও আঁধারকোঠা এলাকার সংযোগকারী ব্রিজের পাড় ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতিকালের টানা বৃষ্টিপাতের ফলে ব্রিজটির এক পাশের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাঁটল ও ধসের সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

রোববার (২৯ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজ সংলগ্ন সড়কের পাড় ধসে পড়ে মাটি সরে গেছে এবং এতে যানবাহনের চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে ইজিবাইক, ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও ছোট পিকআপসহ সব ধরনের যান চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি পথচারীরাও ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ব্রিজটির পাড়ের সংস্কার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। পৌর কর্তৃপক্ষ একবার মেরামত কাজ শুরু করলেও তা আর এগোয়নি, ফলে সমস্যা দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে।

গুনবহা গ্রামের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো: টুলু বিশ্বাস বলেন, বৃষ্টির কারণে ব্রিজের পাড় ধসে গেছে। এতে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটছে। কিছুদিন আগে একজন মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।’

একই এলাকার বাসিন্দা আব্দুল গফফার বিশ্বাস বলেন, আমার দুটি নছিমন রয়েছে। ব্রিজের পাড় ভেঙে যাওয়ায় এগুলো নিয়মিত চলাচল করতে পারছে না। এতে করে ব্যবসা ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে আর্থিক সংকট সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।

স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, এই রাস্তাটি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ ব্যবহার করে। ভাঙা অংশ দিয়ে এখন চলাফেরা করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। ইতোমধ্যে পিলার নির্মাণের কাজ শুরু হয়েছে এবং সেগুলো শুকাতে দেয়া হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হবে।