খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় পারুল আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারুল ওই এলাকার মো: শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে এবার ভোরে পরিবারের লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে লাশ নিচে নামিয়ে ফেলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।