তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুইগ্রুপের সংঘর্ষে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ
তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ |নয়া দিগন্ত

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুইগ্রুপের সংঘর্ষে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ পরবর্তী চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকবাজার প্যারেড কর্ণারে ছাত্র সমাবেশে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল ও সেক্রেটারি মুমিনুল হক।

বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, ‘আমরা মনে করেছিলাম ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ছাত্র হত্যার প্রতিবাদে রাজপথে নামতে হবে না, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে কিন্তু দুর্ভাগ্যজনক আজকে রাজপথে নামতে হয়েছে। আমরা দেখছি ছাত্রদল ছাত্রলীগের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করছে।’

তিনি আরো বলেন, ‘ছাত্রদল চট্টগ্রামের পাচঁলাইশে অবস্থিত টেক্সটাইল ইন্সটিটিউট এবং বাকলিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের মোবাইল চেক করে শিবির শনাক্তের চেষ্টা করছে যা বিগত ফ্যাসিবাদী সময়ে ছাত্রলীগকে করতে দেখেছিলাম। যদি এ কার্যক্রম আপনারা অব্যাহত রাখেন তাহলে আপনারা কাগজে কলমে নিষিদ্ধ হওয়ার আগে ছাত্র সমাজের কাছ থেকে নিষিদ্ধ হয়ে যাবেন ‘

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন প্রমুখ।