সাতক্ষীরার তালায় মা ও স্ত্রীকে মারধর করায় এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার আটারই গ্রামে।
নিহত হাবিবুর মোড়ল (৩০) আটারই গ্রামের মরহুম আব্দুল্লাহ মোড়লের ছেলে।
নিহতের মা পারুল বেগম জানান, তার ছেলে ভ্যানচালক হাবিবুর নেশা করতো এবং প্রায়ই মা ও তার স্ত্রীকে মরধর করতো।
তার স্ত্রী শান্তা জানান, নেশার টাকা জোগাতে সে আমাদেরকে মারধর করতো, আজও রাতে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ার এক পর্যায়ে মা কে এবং তার স্ত্রী কে বেদম মারধর করতে থাকে। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করতে আসলে গণপিটুনিতে মাদকাসক্ত যুবক মারা যায়।
তালা থানার ওসি মঈন উদ্দিন জানান, লাশ হাসপাতালে আছে, আমি সহ থানা পুলিশ এই মূহুর্তে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছি, লাশের শরীরে বিভিন্নস্থানে ক্ষত চিহ্ন রয়েছে।