হকার থেকে পাদুকার সভাপতি অবশেষে এমপি

আফজালের গ্রেফতারের খবর এলাকায় প্রধান আলোচ্য

সোমবার (২৪ মার্চ) সকাল থেকে নিকলী ও বাজিতপুরের প্রধান আলোচনায় পরিণত হয়েছে সাবেক এমপি আফজালের গ্রেফতারের বিষয়। অনেকেই তাকিয়ে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ টেলিভিশন ও অনলাইন খবর মাধ্যমে।

আলি জামশেদ, নিকলী (কিশোরগঞ্জ)
আফজাল হোসেন
আফজাল হোসেন |সংগৃহীত

অনিয়মের রাজত্বের রাজা এমপি আফজাল হোসেন গ্রেফতার হওয়ার খবর তার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মী ও সর্বসাধারণের জন্য যেন এক আনন্দের বার্তা।

সোমবার (২৪ মার্চ) সকাল থেকে নিকলী ও বাজিতপুরের প্রধান আলোচনায় পরিণত হয়েছে সাবেক এমপি আফজালের গ্রেফতারের বিষয়। অনেকেই তাকিয়ে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ টেলিভিশন ও অনলাইন খবর মাধ্যমে।

নিকলী ও বাজিতপুরের অসংখ্য নির্যাতিতের ভাষ্যমতে, আফজাল হোসেন স্বজনপ্রীতি ও অনিয়মের রাজত্ব কায়েম করেছিলেন তার নিজ আসন নিকলী-বাজিতপুরসহ ঢাকার ফুলবাড়িয়া এলাকা পর্যন্ত। হকার থেকে পাদুকা (জুতা) ব্যবসায়ী সমিতির সভাপতি বনে যাওয়া এমপি আফজাল একাধিকবার দুদকের নজরদারিতে থাকা সত্ত্বেও অর্থনৈতিক প্রভাব ও রাজনৈতিক দাপটে পরিত্রাণ পেয়ে যান। তবে এবার আর শেষ শেষ রক্ষা হলো না।

নয়া দিগন্তের মেহেরপুর প্রতিনিধির পাঠানো খবরে জানা গেছে, কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুরের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজিশনের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আফজাল হোসেনের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার (২৪ মার্চ) জানিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা খানম।

রোববার (২৩ মার্চ) রাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মালিককে আশ্রয়দাতা আফজাল সুজ কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যা নাগাদ পুলিশের দলটি মেহেরপুর পৌঁছালে আফজাল হোসেনকে তাদের কাছে সোপর্দ করা হবে।

এদিকে, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সাথে দুপুরে সাবেক সংসদ সদস্য আফজালের গ্রেফতার বিষয়ে কথা হলে তিনি এই বিষয়ে অফিসিয়ালিভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এছাড়াও বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেনের সাথে সন্ধ্যায় কথা হলে নিকলী-বাজিতপুর আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন গ্রেফতার বিষয়ে তার কাছেও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য নেই বলে উল্লেখ করেন। তবে গ্রেফতার হয়েছেন মর্মে একটি কথা তিনি লোকমুখে শুনতে পেয়েছেন বলে উল্লেখ করেন।