মোরেলগঞ্জের আমতলী ইসলামিয়া কামিল মাদরাসা

গভর্নিংবডির সভাপতি ড. মিজান বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর রহমান

নয়া দিগন্ত অনলাইন
ড. আব্দুল্লাহ আল মিজান ও মাওলানা মো: লুৎফর রহমান
ড. আব্দুল্লাহ আল মিজান ও মাওলানা মো: লুৎফর রহমান |সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান আমতলী ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিংবডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মিজান। বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো: লুৎফর রহমান।

গত ২ ডিসেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. আইয়ুব হোসেন কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহী প্রতিনিধির চিঠিতে স্বাক্ষর করেন।

ড. আব্দুল্লাহ আল মিজান বর্তমানে রাজধানীর বেসরকারি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (খণ্ডকালীন) সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৫ সালে ঢাকার খিলগাঁওয়ে কোয়ালিটি এডুকেশন কলেজ প্রতিষ্ঠা করেন।

বিদ্যোৎসাহী প্রতিনিধি মাওলানা লুৎফর রহমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মুসল্লি পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও নিউমার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের খতিব। কুরআন-সুন্নাহ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী মাওলানা লুৎফর রহমান বিটিভি, আরটিভি, বাংলাভিশনসহ ১৭টি টেলিভিশন চ্যানেলে ইসলামিক ও কালচারাল অনুষ্ঠান পরিচালনা করছেন। বিজ্ঞপ্তি