মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ মহাকালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় ডিবির এসআই (নিঃ) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।
ডিবি পুলিশ জানায়, দক্ষিণ মহাকালীর বাসিন্দা মো: নুরু বেপারীর বাড়ির সামনের পাকা রাস্তা এবং হাবিবুর রহমান হাবিবের টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে হাবিবুর রহমান হাবিব (৩৩) ও তার স্ত্রী লিপি আক্তারকে (৩০) গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাজারের ব্যাগে রাখা নীল পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা উভয়ই মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মহাকালী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



