অন্তর্বর্তী সরকার জাপার সাথে ‘বর্ণবাদী’ আচরণ করছে, অভিযোগ জি এম কাদেরের

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর মহানগরীর সেনপাড়ায় স্কাইভিউ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
বক্তব্য রাখছেন জি এম কাদের
বক্তব্য রাখছেন জি এম কাদের |নয়া দিগন্ত

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টির (জাপা) সাথে দক্ষিণ এশিয়ার বর্ণবাদের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, এ সরকার জাপাকে ‘হিসাবের মধ্যেই’ আনছে না।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর মহানগরীর সেনপাড়ায় স্কাইভিউ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

এর আগে অনির্ধারিত দিনের জন্য রংপুর সফরে তিনি বাসভবনে এসে পৌঁছান। এসময় প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, দেশের সব জায়গায় আমাদের ভোট আছে, সব সময় আমরা সংসদে ভূমিকা রেখেছি। কিন্তু দক্ষিণ এশিয়ার বর্ণবাদের মতো আচরণ করে রাজনৈতিক অধিকার হরণ করছে।’

তিনি বলেন, ‘ইন্টেরিম সরকার আমাদেরকে হিসাবের মধ্যেই আনছেন না। আমরা একটা রেজিস্টার্ড পার্টি। সব সময় আমাদের পার্লামেন্টে একটা রিপ্রেজেন্টেশন আছে। দেশের সব জায়গায় আমাদের ভোট আছে। দেশব্যাপী আমাদের সংগঠন আছে। সেখানে উনি (প্রধান উপদেষ্টা) আমাদের রিকগনাইজড করতে চাচ্ছেন না।’

‘কাজেই আমি বলছি যে বর্ণবাদী নীতি যা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের ওপর করা হয়েছিল। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্ল্যাকদেরকে তারা রাজনৈতিকভাবে কোণঠাসা করেছিল। রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আমাদের (জাতীয় পার্টিকে) সাথেও এখন একই ব্যবহার করা হচ্ছে,’ বলেন তিনি।

জি এম কাদের অভিযোগ করেন, ‘প্রেসে (গণমাধ্যমে) পর্যন্ত আমাদের কোনো কাভারেজ দেয়া হয় না। যারা দিতে চায় তাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এসব কারণে আমরা মনে করি এসরকার নিবর্তনমূলক আইন করছে। বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজ করছে। এটার উদ্দেশ্য হলো তারা যাদেরকে বৈষম্যের শিকার করতে চায়, বর্ণবাদের শিকার করতে চায়। তার শিকার আমরা হচ্ছি।’