বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার মো: আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
এ ব্যাপারে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির হয়ে দীর্ঘ ১৭ বছর আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম করেছি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, এতো বছর বিএনপি করেও একই আসনে আমাকে বাবার পথ ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে হচ্ছে। আমার প্রতি জনগণের আস্থা ও তাদের অকুণ্ঠ ভালবাসার টানেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, একই দিন সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব মনোনয়নপত্র জমা দেন।



