সুনামগঞ্জ তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বাদাঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সেলিম হায়দারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাদাঘাট বাজারের সাথে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক সেলিম হায়দারের স্ত্রী প্রতিবেদককে বলেন, ‘পুলিশ ঘরে ঢুকে আমার স্বামীকে আটক করে নিয়ে চলে গেছে। জানামতে আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই ও ওয়ারেন্ট নেই।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে তাহিরপুর থানায় করা এক নাশকতার মামলার আসামি তিনি। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।



