নাটোরে লালপুরে সদ্য কারামুক্ত ১২ নেতাকর্মীর পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ১২টি ছাগল বিতরণ করেছে স্থানীয় জামায়াত।
শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া চিলান গ্রামে জামায়াত নেতারা ওইসব নেতাকর্মীর পরিবারের মাঝে উপহার হিসেবে এসব ছাগল পৌঁছে দেন।
এসময় অন্যদের মধ্যে জামায়াতের জেলা আমির ড. মীর নূরুল ইসলাম, উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মহসিন আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা খাইরুল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের ওই ১২ নেতাকর্মী সম্প্রতি জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, ২০১৩ সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে মিছিলে হামলার ঘটনায় যুবলীগ নেতা খায়রুল ইসলামের মৃত্যুতে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় গত ৮ মে নাটোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম ও তার পিতা মোকলেসুর রহমানসহ আটক ১২ জনের জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত।