‘বিগত বছরগুলোতে ফ্যাসিস্টের আচার-আচরণকে তুলে ধরেছে নয়া দিগন্ত’

শনিবার (২৫ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে দৈনিক নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তির অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
লক্ষ্মীপুর নয়া দিগন্তের বর্ষপূর্তির অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা
লক্ষ্মীপুর নয়া দিগন্তের বর্ষপূর্তির অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সত্যের সাথে প্রতিদিন এ স্লোগানকে ধারণ করে বিগত বছরগুলোতে ফ্যাসিস্টের আচার-আচরণকে তুলে ধরেছে নয়া দিগন্ত।

শনিবার (২৫ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে দৈনিক নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তির অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

বেলা ১১টায় নয়া দিগন্তের লক্ষ্মীপুর প্রতিনিধি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ডক্টর মো: রেজাউল করিম, জেলা আমির মাস্টার এস ইউ এম রুহুল আমিন ভূইয়া, লক্ষ্মীপুর বারের পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদাউস মানিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসীর উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সাংবাদিক গাজী গিয়াসউদ্দিন, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সুমন, সাংবাদিক আবদুল মালেক, প্রেসক্লাব সেক্রেটারি সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাংবাদিক আব্বাস হোসেন, আকতার হোসেন, সাইফুল ইসলাম স্বপন।

এছাড়াও ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যঅডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী প্রমুখ।

অনুষ্ঠান শেষে নয়া দিগন্তের জন্মদিনের কেক কাটা হয়।