চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাব কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে৷
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বুজোর্গ উমেদনগর গ্রামের ইয়াছিন হাজী বাড়ির র্যাবের উপ-পরিদর্শক আব্দুর রহিম সুমন ও ব্যাংক কর্মকর্তা আজিমুল মামুনের ঘরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তিন ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে যান চোরেরা।
ভুক্তভোগী আজিমুল মামুন বলেন, ‘চাকরির সুবাদে আমরা পরিবার নিয়ে বাইরে থাকি, ঘর তালাবদ্ধ থাকে। শনিবার রাতে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমিরাতে থাকা তিন ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে গেছে। খবর পেয়ে রোববার সকালে বাড়িতে ছুটে এসেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আমাদের বাড়ির আরিফের ঘরেও প্রবেশ করে চোরের দল। তবে সে ঘর থেকে কিছু নিতে পারেনি।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফরিদা ইয়াসমিন জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।



