যশোরের অভয়নগরে ইপিজেড প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের বকেয়া টাকা পরিশোধ এবং বালি ভরাটের কারণে বিলের পানি বেড়ে হওয়া জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৩০ জুলাই) বিকেলে চেংগুটিয়া ইপিজেড প্রকল্পের কাছে যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমির আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। এ সময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা মো: জাকির হোসেন, ইসলামী আন্দোলনের নেতা এইচ এম মহসিন, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি পিয়ার আলী শেখ ও ব্যবসায়ী মশিউর রহমান গাজী। এ সময় প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩ হাজার ২০০ জনের মধ্যে মাত্র ২০০ জনের টাকা পরিশোধ করা হয়েছে। এদিকে বালি এবং পানির কারণে অনেকের বাড়িতে জলাবদ্ধতা হওয়ায় আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বালি ভরাটের কাজ বন্ধ রাখা হবে। বালি ভরাটের কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যে সকল জমি ইপিজেডের মধ্যে নেই সেসকল জমিও ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ মানুষজন।
এদিকে মানববন্ধন কর্মসূচি শেষে ভৈরব নদীতে বালির পাইপ ও বুড়োর দোকান এলাকায় বালির পাইপ খুলে দেয় ভুক্তভোগী জনগণ।