সিলেট নগরীতে কিশোর গ্যাং দ্বন্দ্বে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ১ নম্বর আসামি আলম খানকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলম খান হবিগঞ্জ সদর থানার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মরহুম জাফর আলী খানের ছেলে।
র্যাব-৯ জানায়, গত ১০ নভেম্বর রাতে সিলেটের ছড়ারপাড় এলাকায় পূর্ববিরোধের জেরে কয়েকজন মিলে ফাহিমের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়া হয়। উন্নত চিকিৎসা শেষে ১১ নভেম্বর রাতে সিলেটে ফিরিয়ে আনার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর ফাহিমের বাবা হারুন রশিদ শাহপরাণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ আরো সাত-আটজনকে অজ্ঞাত আসামি করা হয়।
র্যাব জানায়, মামলার আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর অংশ হিসেবে আলম খানকে গ্রেফতারের পর তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়। পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, পুলিশ মামলার আরেক আসামি জৈন্তাপুরের যশপুর এলাকার মরহুম আবুল কাশেমের ছেলে সবুজ আহমদ রেহানকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, ফাহিম হত্যা মামলার ১ নম্বর আসামি আলম খানকে গ্রেফতারের পর শাহপরাণ থানায় হস্থান্তর করা হয়েছে।



