মাদারগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৭১৪ টাকা। মোট উন্নয়ন আয়ের লক্ষ মাত্রা ধরা হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ নয় হাজার ২৬৭ টাকা।

Location :

Madarganj
মাদারগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
মাদারগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা |নয়া দিগন্ত

মোস্তাফিজুর রহমান সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেট ২৪ কোটি ৪৬ লক্ষ ছাব্বিশ হাজার ৯৩১টাকা।

সোমবার (২১ জুলাই) মাদারগঞ্জ পৌর ভবনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাদির শাহ।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার কোটি ৬৩লাখ ১৭ হাজার ৭১৪ টাকা। মোট উন্নয়ন আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৬৭ টাকা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর সচিব জুলহাস উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, হিসাব রক্ষক সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।