নোয়াখালীর হাতিয়া উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত সর্দার নিজামকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এদিকে তার গ্রেফতারের খবরে আনন্দ মিছিল করেছেন উপজেলার সাধারণ জেলেরা। এ সময় জেলেরা ডাকাত ও সন্ত্রাসমুক্ত নিরাপদ মৎস্য উপকূল গড়ার স্লোগান দেন।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার জিরো পয়েন্ট থেকে শুরু করে হাতিয়া থানার সামনে গিয়ে শেষ হয়।
এর আগে শুক্রবার ভোরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছ ঘাট থেকে ডাকাত সর্দার নিজামকে আটক করে কোস্টগার্ড। পরে তার দেয়া তথ্য মতে তার মাছের আড়ত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হাতবোমা ও বগি দা জব্দ করা হয়। আটক নিজামকে কোস্টগার্ড অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করে।
আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত লক্ষীপুরের রামগতি উপজেলার আজিজুল হকের ছেলে।
জানা যায়, নিজাম দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়ালে নদীতে মাছ লুট করা, চর দখল করে ঘের তৈরি করা, মাছের ট্রলার ডাকাতিসহ নানা অপকর্ম করে আসছে। অপকর্মের এ হোতার একটি সুসজ্জিত ডাকাত বাহিনী রয়েছে বলেও জানান গেছে। যা দিয়ে নিজে আড়ালে থেকে এ সকল অপরাধ করতো বলে জানিয়েছে কোস্টগার্ড ও স্থানীয়রা।
স্থানীয় জেলে আবদুর রহিম বলেন, ‘এ নিজাম ডাকাতের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তার কারণে আমরা নদীতে মাছ শিকার করতে পারি না। কেউ মাছ ধরে আনলেও পথিমধ্যে তার লুটতরাজের শিকারে পরিণত হতো।’
তিনি আরো বলেন, ‘পতিত সরকারের স্থানীয় আওয়ামী লীগ এমপির প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করত নিজাম। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে আগের অপকর্ম যথারীতি চালিয়ে আসছে। তাকে আটক করায় আমরা কোস্টগার্ডকে ধন্যবাদ জানাই।’