মুন্সীগঞ্জের সিরাজদিখানে যান্ত্রিক ত্রুটি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চলন্ত একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে চালকসহ যাত্রীদের সচেতনতায় সব যাত্রী অ্যাম্বুলেন্স থেকে নিরাপদে বের হতে সক্ষম হন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের মাওয়া অভিমুখী লেনে একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার সাথে সাথে চালকের উপস্থিত বুদ্ধি ও যাত্রীদের সচেতনতায় রোগীসহ চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। ফলে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটির গ্যাস লাইনে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সঠিক কারণ নির্ণয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।



