৪০ বছর পর ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ প্রকাশিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ও কার্যনির্বাহী সদস্য জয়ন্তী দেওয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকের সম্পাদনায় প্রকাশিত স্মরণিকায় বিভিন্ন লেখকের প্রবন্ধ, মতামত, প্রাণ-প্রকৃতি, ভ্রমণ, কবিতা, স্মৃতির খেরোখাতা, ৩৬ জুলাইয়ের স্মৃতি বিশেষভাবে স্থান পেয়েছেন। প্রকাশনার সম্পাদনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করেছেন দিদারুল আলম রাজু, প্রথম আলোর জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান, মানবজমিনের মো: আবদুর রউফ ও নয়া দিগন্তের মো: রফিকুল ইসলাম। এছাড়া প্রকাশনাটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
প্রকাশনা উৎসবে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার মো: খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জামায়াতে ইসলামীর জেলা আমির সৈয়দ আবুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মধু মঙ্গল চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়া জাবারাং’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, হোটেল গাইরিং’র ব্যবস্থাপনা পরিচালক এস অনন্ত বিকাশ ত্রিপুরা, জনস্বাস্থ্য বিশ্লেষক ডা: সুশান্ত বড়ুয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, অংসু মারমা, মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মংসাথোয়াই মারমা, কবি চিংলামং চৌধুরী, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধর্মরাজ বড়ুয়া, কবি ইউসুফ আদনান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো: কাউসার আজিজী, খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক মিন্টু ও সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



