সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আবু বক্কার (৫০) নামে এক কৃষকের বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্তণে চলে আসে। এ ঘটনায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই কৃষক দাবি করেছেন।
রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারসূত্রে জানা গেছে, বসতবাড়ির বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনটি টিনের ঘর পুড়ে যায়। এছাড়াও ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, আট আনা সোনা, দেড় ভরি রুপাসহ ধান, চাল ও আসবাবপত্র পুড়ে যায়।
কৃষক আবু বক্কার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুন লাগার সময় ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বাইরে চিৎকার শুনে দেখি ঘরে আগুন লেগেছে। তখন পরিবারের সবাইকে নিয়ে দ্রুত এক কাপড়ে ঘর থেকে বের হয়ে সাহায্যের জন্য চিৎকার করি। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সাহায্য করলেও ফায়ার সার্ভিস আসার আগেই সব কিছু পুড়ে যায়।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয়রা।