মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নে লুবনা আক্তার (২৮) নামক এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধু রাউৎগাঁও ইউনিয়নের ভাট্ত্ত গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মধু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানায়, সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ লুবনা আক্তার। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনুকে জানান। তিনি ওই গৃহবধুর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। স্বামীর সাথে কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজনের ধারণা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পুলিশ লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।