শিল্পাঞ্চল আশুলিয়ায় পলমল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আয়েশা ক্লথিং নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আশুলিয়ার জামগড়াস্থ আয়েশা ক্লথিং নামের একটি পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। দুপুর ২টা আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার পরে আশুলিয়ার জামগড়া এলাকার ওই পোশাক কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় জিরাবো ফায়ারসার্ভিসের ৩টিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ওই কারখানার শ্রমিকরা জানান, পলমল গ্রুপের ওই কারখানার দ্বিতীয় তলার একটি ফ্লোরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং সাথে সাথেই কারখানা থেকে শ্রমিকরা নিরাপদে বের হতে থাকেন। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন জানান, এখন পর্যন্ত ডিইপিজেড ফায়ারসার্ভিসের তিনটি, জিরাবো ফায়ারসার্ভিসের তিনটিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।