ঢাকার নবাবগঞ্জ উপজেলার আইডিয়াল দাখিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহম্মদ আলীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটি।
আজ শুক্রবার বেলা ১১টায় মাদরাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র শিক্ষক মাওলানা তাজুল ইসলাম। তিনি বলেন, নবম শ্রেণির এক শিক্ষার্থীর মা শিল্পী আক্তার গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মুহম্মদ আলীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে অধ্যক্ষ তার মেয়েকে কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন।
তবে লিখিত বক্তব্যে জানানো হয়, উক্ত দিন সকাল থেকে অধ্যক্ষ মুহম্মদ আলী দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় জামায়াতের এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের সাথে নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন, যার যথাযথ প্রমাণ প্রতিষ্ঠানটির কাছে রয়েছে।
এদিকে, ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার রাতে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কোনো ধরনের তদন্ত ছাড়াই মামলাটি গ্রহণ করায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষকরা। তাদের দাবি, একটি রাজনৈতিক পক্ষকে খুশি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা সাজানো হয়েছে।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে মাদরাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।