কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দীর্ঘদিন ধরে সক্রিয় সংঘবদ্ধ ডাকাত ও অপহরণকারী চক্র ফের তৎপর হয়ে উঠেছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে ঈদগাঁওয়ের হিমছড়ি ঢালায় প্রকাশ্য দিবালোকে দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করেছে অস্ত্রধারী ডাকাতদল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদগড় থেকে মোটরসাইকেলে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন দুই আরোহী। যাত্রাপথে হিমছড়ি ঢালায় পৌঁছালে অস্ত্রধারী ডাকাতদল তাদের গতিরোধ করে এবং মুহূর্তের মধ্যে জিম্মি করে পাহাড়ি জঙ্গলের ভেতরে নিয়ে যায়।
অপহৃতরা হলেন- ঈদগড় পূর্ব রাজঘাট ৪ নম্বর ওয়ার্ডের আব্দু শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) এবং ঈদগড় চরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের মরহুম মোহাম্মদ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৬)। স্থানীয় সূত্রে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এদিকে ঘটনার পরই ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বিস্তৃত এলাকায় তল্লাশি চালান।
তিনি জানান, ‘অপহরণের পরই পুলিশ ফোর্স নিয়ে স্পটে গিয়েছি ও অনেক দূর পর্যন্ত তল্লাশি করেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছে।’ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ঈদগাঁও-ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির কারণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটে যাওয়া এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।