মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার বাদ জুমা উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, অতীতের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য মাওলানা এম এ বারী, জেলা অ্যাডুকেশন সোসাইটির সভাপতি মাওলানা হেমায়েতউদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মো: ইকবাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অপরিহার্য।
তারা পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি বাস্তবায়িত হলে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে। গণতন্ত্রের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং অতীতের গণহত্যার বিচার সম্পন্ন করা জরুরি। এছাড়া জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
এদিকে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টংগিবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।