কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদীর পানিতে ভেসে আসা ১৭৮ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পুরান বাজার কুইশাগাজী বাড়ি-সংলগ্ন গোমতী নদী থেকে স্থানীয়দের সহায়তায় এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোমতী নদীর পানিতে দু’টি গাছের সাথে বাঁধা পাঁচটি বস্তা পরিত্যক্ত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেয়। দেবিদ্বার থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পাঁচটি বস্তায় ৫০ বোতল বিদেশী মদ ও ১২৮ ক্যান বিয়ার উদ্ধার করে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদকের চালানটি পাচারের জন্যই নদীপাড়ে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদককারবারিদের চিহ্নিত করতে তদন্ত চলছে।’