বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন গাবতলী উপজেলার বায়তুল মামুন জামে মসজিদের ইমাম মাওলানা মন্সুরুল হক।
একই দিন দুপুরে রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে এমপি প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা উজ্জল, নিহার সুলতানা তিথিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
এছাড়া বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহাবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন প্রমুখ।



