অ্যাডভোকেট শাহজাহান

চাঁদাবাজরা ইসলাম প্রিয় মানুষকে মৌলবাদ অপবাদ দিতে চায়

বর্তমানে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একদিকে দেশপ্রেমিক জনগণ, ইসলাম প্রিয় জনগণ, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, মানুষের অধিকার চায় এবং মর্যাদা চায় এমন জনগণ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে অ্যাডভোকেট শাহজাহান
চৌদ্দগ্রামে অ্যাডভোকেট শাহজাহান |নয়া দিগন্ত

বর্তমানে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একদিকে দেশপ্রেমিক জনগণ, ইসলাম প্রিয় জনগণ, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, মানুষের অধিকার চায় এবং মর্যাদা চায় এমন জনগণ। এই ভাগের নেতৃত্বে আছে ইসলামী সমমনা আট দল। আরেকভাগ ক্ষমতায় আসার আগেই দেশব্যাপী চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, জুলুম, অত্যাচার ও মাদকের পৃষ্ঠপোষকতা করে সমাজে অন্যায় অত্যাচার বাড়িয়ে দিতে চায়। এমনকি ইসলাম মনা মানুষদেরকে মৌলবাদ বলে অপবাদ দিতে চায়। এছাড়াও তারা মিটিং করে বলে শরীয়াহ্ আইনে বিশ্বাস করে না। এক কথায়, দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাড়ুয়ারা ও দেওখাড় গ্রামে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ তাহেরের পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বাড়ি বাড়ি গণসংযোগ শেষে গ্রাম সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

দেওখাড় গ্রাম সমাবেশে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিম।

ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে ও মাওলানা আবদুল হাই এর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোখলেছুর রহমান সর্দার, রুহুল আমিন, ছালেহ আহাম্মদ লালু, রহমত আলী, মাহবুব ভেন্ডার, আবুল সর্দার, আমিনুল ইসলাম, আবুল খায়ের মেম্বার, মিন্নাত আলী, আবদুল খালেক সর্দার, বিএনপির হামলায় আহত জামায়াত কর্মী জামাল হোসেন।

এর আগে পাড়ুয়ারা ও দেওখাড় গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগকালে লিফলেট বিতরণ ও অসুস্থ-বয়োবৃদ্ধ মানুষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন জামায়াত নেতাকর্মীরা।