মিরসরাইয়ে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নিহত জিয়াউর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার মন্দা এলাকার মরহুম হোসেন মিয়ার ছেলে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)
জিয়াউর রহমানের অর্ধগলিত লাশ উদ্ধার
জিয়াউর রহমানের অর্ধগলিত লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের দু’ দিন পর পুকুর থেকে জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট বাজারের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জিয়াউর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার মন্দা এলাকার মরহুম হোসেন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া এলাকায় বাস করছিলেন এবং পেশায় রিকশাচালক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে ভাসমান মানুষের লাশ দেখতে পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

পরিবার জানায়, মৃগীরোগে আক্রান্ত জিয়া গত ১১ নভেম্বর সকালে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, সেদিন (১১ নভেম্বর) সকালে ও রাতে স্থানীয়রা জিয়াউরকে ওই পুকুরপাড়ে লাকড়ি তুলতে দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগীরোগের কারণে তিনি পুকুরে পড়ে মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।