বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজে শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কলেজের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শিক্ষক কর্মচারীদের আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর সমস্ত কালো আইন বাতিল ও দীর্ঘদিনের বৈষম্য দূর করার দাবিতে তারা সমবেত হন।
এসময় বক্তারা দাবি জানান, দ্রুত পদসোপান তৈরি করে পদোন্নতি, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন বাস্তবায়ন, শিক্ষকদের চাকরি বদলির যোগ্যতা অর্জন এবং সহজে চাকরি স্থায়ীকরণ করতে হবে।
কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: রুহুল আমিন লিটন সতর্ক করে বলেন, ‘দাবি না মানলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লাগাতার ও কঠোর আন্দোলন শুরু হবে।’
প্রভাষক মো: মোবারক আলী, নিয়ামুল হাবিব প্রধানসহ অন্যান্যরাও বক্তব্য দেন। কলেজের সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। তারা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।



