রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাঁশখালী উপজেলার চেয়ারম্যান ও হামেদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম আইনি লড়াইয়ের মাধ্যমে ১১ বছর পর স্বপদে বহাল হচ্ছেন।
সোমবার (১১ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিভাগের পরিদর্শক জি এম শামসুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদরাসায় মুহাম্মদ জহিরুল ইসলাম অধ্যক্ষ হিসেবে ২০০১ সালের ১ নভেম্বরে যোগদান করেন এবং এমপিওভুক্ত হন। পরে ২০১৪ সালের ২৩ মার্চে অনুষ্ঠিত নির্বাচনে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিধি মোতাবেক কর্মস্থল থেকে ছুটি চেয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১০১১ সালের ১৫ জুনে নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ জনাব মুহাম্মদ জহিরুল ইসলাম বিনা বেতনে পাঁচ বছরের ছুটি মঞ্জুরের জন্য অত্র মাদরাসার গভর্ণিং বডি বরারব আবেদন করেন। কিন্তু গভর্নিং বডি ছুটি মঞ্জুর না করে বিভিন্ন অনিয়ম দেখিয়ে অধ্যক্ষ পদ হতে তাকে বরখাস্ত করেন। পরবর্তীতে তিনি আদালতের দ্বারস্থ হন।
তার দায়ের করা রিট পিটিশন ২০১৫ সালের ১০ নভেম্বরে এর রায়ে বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক-কর্মচারীকে ৬০ (ষাট) দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখা হলে তিনি পূর্ণ বেতন ভাতাসমূহ প্রাপ্য হবেন মর্মে উল্লেখ থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছুটি মঞ্জুর করা হয়নি এবং তার বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়নি। পরবর্তীতে তিনি আবার আদালতের দ্বারস্থ হলে আদালত আদালতের নির্দেশনা অনুযায়ী মাদরাসা শিক্ষা বোর্ড দক্ষ মোহরানা জহিরুল ইসলামকে সভাতে বহালের নির্দেশ প্রদান করেন। সেই প্রেক্ষিতে ১১ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিভাগের পরিদর্শক জি এম শামসুল ইসলাম চট্টগ্রাম জেলার বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদরাসার জনাব মো: জহিরুল ইসলামের আবেদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য অত্র মাদসারার গর্ভিনিং বডির সভাপতিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
গতকাল যোগাযোগ করা হলে বাঁশখালী আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম গতকাল রাতে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ায় আমার ছুটি মঞ্জুর করা হয়নি। আামি আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। তিনি যেকোনো দিন মাদরাসায় স্বপদে যোগদান করবেন বলে জানিয়েছেন।