ই-কমার্স সেক্টরে কাজ করা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তার মাঝে ১৫ লাখ টাকার বিনিয়োগ দিয়েছে বিএন্ডএফ কর্পোরেট।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘এনটারপ্রিনিউর হান্ট-২০২৫’ এর গালা ইভেন্টে এ বিনিয়োগ দেয়া হয়।
বিএন্ডএফ কর্পোরেট’র সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো: আশ্রাফুল আলম ভূঁইয়ার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিএন্ডএফ’র চেয়ারম্যান মহিউদ্দি বহদ্দা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কল্লোল বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব তাজাম্মাল হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, শিক্ষাবিদ মাস্টার নজির আহমেদ, বিএন্ডএফ কর্পোরেট’র কান্ট্রি ডিরেক্টর মো: সাহেদ ইকবাল রিফাত।
উদ্যোক্তাদের ভেরিফিকেশন তথ্য অনুযায়ী কেউ কেউ বেকিং, অর্গানিক তেল উৎপাদন, অর্গানিক চাষাবাদ ও এগ্রো ফার্ম নিয়ে কাজ করছেন। এছাড়া তাদের কয়েকজন প্রসাধনী ও জুয়েলারি সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত আছেন।
বিএন্ডএফ কর্পোরেট বিশ্বাস করে এ বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং সীতাকুণ্ডের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।