ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২১ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সাইফুল ইসলাম বিশেষায়িত এ ইউনিটটির উদ্বোধন করেন।
এইচডিইউ সংযোজনের মধ্যদিয়ে চিকিৎসাসেবার ক্ষেত্রে একদিকে যেমন হাসপাতালটির সক্ষমতা বেড়েছে, তেমনি রোগীদের উন্নতমানের সেবা দেয়া সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা।
উদ্বোধনের সময় মেডিসিন বিভাগের প্রধান ডা: মহতাব উদ্দিন আহমেদ, কার্ডিওলজিস্ট ডা: খালেদ মাহমুদ ও ডা: মো: রফিকুল ইসলাম, অর্থোপেডিক ডা: মো: জামাল উদ্দিন, শিশুবিশেষজ্ঞ ডা: মো: নুরুল আফসার মামুন, নেফ্রোলজিস্ট ডা: মোহাম্মদ তানভীর মাহমুদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শোয়েব ইমতিয়াজ নিলয় ও ডা: রোকন উদ দৌলাসহ অন্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও এইচডিইউ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘২১ শয্যার এইচডিইউ সেবা চালু হয়েছে। এখানে মেডিসিন, সার্জারি, গাইনি বিভাগের রোগীদের যাদের অনেক নিবিড় পরিচর্যা প্রয়োজন, তাদের এখানে সেবা দেয়া যাবে। যেটা সাধারণ ওয়ার্ডে সম্ভব হয় না। কিডনি, কার্ডিয়াক, স্ট্রোকসহ সিঙ্গেল অর্গানপেইল রোগীদের এইচডিউ ইউনিটে চিকিৎসা দেয়া যাবে। এখানে পাঁচজন কনসালটেন্ট, একজন মেডিসিন কনসালটেন্ট, ১২ জন নার্স, ওয়ার্ডবয় ও আয়াসহ স্বল্প জনবল নিয়ে আমরা শুরু করেছি। অনুমোদন পেলে ভবিষ্যতে জনবল বাড়ানো যাবে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সাইফুল ইসলাম বলেন, ‘২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষিত এইচডিইউ ইউনিট চালু করতে পেরেছি। আমরা আশাবাদী এর মাধ্যমে ফেনীবাসীসহ আশপাশর জেলা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের একটা অংশসহ বিশাল জনগোষ্ঠী এখানে সেবা নিতে পারবেন। এর ফলে মানুষের স্বাস্থ্যসেবা কিছুটা হলেও পূরণ করতে পারবো। মানুষের আস্থাও বাড়বে। সামগ্রিকভাবে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে আরো বেশকিছু পরিকল্পনা রয়েছে।’



