খুলনায় এক দুর্বৃত্ত ছুরি মেরে ইশান (২২) নামে এক কিশোরকে হত্যা করেছে। এ ঘটনায় রাজ নামে অপর এক কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর খালিশপুর থানার কাছে ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইশান নগরীর মুজগুন্নী পেটকা বাজার এলাকার বাসিন্দা বাচ্চুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে খালিশপুর থানার কাছে ফেয়ার ক্লিনিকের সামনে দুই দল কিশোরের মধ্যে মারামারি হয়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ইশান ও রাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ইশানকে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, ইশান ও রাজ খালিশপুর থানার সন্নিকটে অবস্থান করছিল। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তাদের দুইজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইশানের অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। আহত রাজ চিকিৎসাধীন রয়েছে। আহত রাজ নগরীর সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার বাসিন্দা মিজান উদ্দিনের ছেলে।



