শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তরুণরাই দাঁড়িপাল্লার বিজয় এনে দেবে

‘ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে নতুনভাবে বিনির্মাণে মেধাবীদের এগিয়ে আসতে হবে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
ছাত্রশিবিরের উদ্যোগে বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজাহান
ছাত্রশিবিরের উদ্যোগে বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজাহান |নয়া দিগন্ত

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো: শাহজাহান বলেছেন, ‘সারাদেশের বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাগরণে দিন বদলের স্রোত তৈরি হয়েছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তরুণরাই দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় এনে দেবে।

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে নতুনভাবে বিনির্মাণে মেধাবীদের এগিয়ে আসতে হবে।’

রোববার (১১ জানুয়ারি) বিকেলে মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগ মাস উপলক্ষে মিঠাছরা আজিজ কনভেনশন সেন্টারে জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রাথী অ্যাডভোকেট ছাইফুর রহমান।

মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি মো: সাকিব হোসাইনের সঞ্চালনায় ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলামসহ অন্য দায়িত্বশীলরা।