গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ১

অভিযানকালে তার কাছ থেকে একটি এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র, দেশীয় ঢালসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
অস্ত্র ও মাদকসহ গ্রেফতার মো: রায়হান
অস্ত্র ও মাদকসহ গ্রেফতার মো: রায়হান |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালের গৌরনদীতে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবাসহ মো: রায়হান (৩৭) নামের একজনকে গ্রেফতার করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) গ্রেফতার মো: রায়হানকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গৌরনদী পৌরসভার কসবা এলাকার গৌরনদী আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে একটি এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র, দেশীয় ঢালসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান জানান, গ্রেফতার রায়হানের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে থানায় একাধিক মামলা রয়েছে।