গাজীপুরে নিখোঁজের ১২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

গাজীপুরে নিখোঁজের ১২ দিন পর মিরপুর থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তিনি সহপাঠী প্রেমিকের সাথে স্বেচ্ছায় পালিয়েছিলেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র |নয়া দিগন্ত

মো: আজিজুল হক,

গাজীপুরে তথাকথিত অপহরণে নিখোঁজ স্কুলছাত্রীকে ১২ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। তবে তদন্তে জানা গেছে, মেয়েটি সহপাঠী প্রেমিকের সাথে স্বেচ্ছায় পালিয়েছিলেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকার মিরপুর থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের চান্দনা চৌরাস্তার মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী গত ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে স্কুলের সামনে থেকে নিখোঁজ হন। এ সময় তার সহপাঠী ও তার কয়েকজন বন্ধুর সহায়তায় মেয়েটি পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা যায়।

এর আগে, এ ঘটনায় ভিকটিমের মা ২৫ সেপ্টেম্বর বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্কুলছাত্রী জানান, চার বছর ধরে প্রেমের সম্পর্কে থাকা ওই সহপাঠীর সাথে স্বেচ্ছায় পালিয়ে যান তিনি। তাকে কেউ অপহরণ করেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) জহুরুল ইসলামে জানান, ‘মামলাটি তদন্তাধীন। মেয়েটিকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’