সাবেক এমপি শাহজাহান চৌধুরী

জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে

‘২০২৪ সালের ৫ আগস্টের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা বাংলাদেশে ইনসাফভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।’

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
সংবাদকর্মীদের সাথে মতবিনিময়
সংবাদকর্মীদের সাথে মতবিনিময় |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নিছক কোনো রাজনৈতিক দল নয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘শত নির্যাতন-নিপীড়ন চালিয়ে আমাদের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। তবুও জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।’

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় সি-ওয়ার্ল্ড কমিউনিটি হলে সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা বাংলাদেশে ইনসাফভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মো: আইয়ুব আলী প্রমুখ।

এ সময় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।