সারাদেশেই ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিচ্ছে জামায়াত-শিবির : ডা: তাহের

‘আমি পাঁচ বছর এমপি থাকাকালীন হিন্দুদের কেউ নির্যাতিত হয়নি। তাদের সম্পদ জামায়াত-শিবিরের কর্মীরা পাহারা দিয়ে রক্ষা করেছে।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা: তাহের
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা: তাহের |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘ইসলামী দল ক্ষমতায় এলে ভিন্ন ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবে। আমি পাঁচ বছর এমপি থাকাকালীন হিন্দুদের কেউ নির্যাতিত হয়নি। তাদের সম্পদ জামায়াত-শিবিরের কর্মীরা পাহারা দিয়ে রক্ষা করেছে।’

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের অবহেলিত ১ নম্বর ওয়ার্ড বাকগ্রাম-বান্দেরজলা গ্রামের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: তাহের বলেন, আমি এমপি থাকাকালীন চৌদ্দগ্রামের মৌলিক কিছু উন্নয়ন করেছি। যা অন্য এমপিরা করেনি। এরমধ্যে ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ, ডিজিটাল এক্সচেঞ্জ ইত্যাদি। বর্তমানে ক্ষমতায় না থাকলেও চৌদ্দগ্রামের উন্নয়ন কাজের জন্য মন্ত্রণালয়ে ২০০ কোটি টাকার বরাদ্দ চেয়েছি। ইতোমধ্যে অনেক কাজ অনুমোদন হয়েছে।

এ সময় বিশিষ্ট ব্যাংকার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমির মাহফুজুর রহমান, ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন, সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, সাবেক পুলিশ কর্মকর্তা জহিরুল হক সবুজ, সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হাই, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার।

এছাড়া আলকরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিন।

আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু নাছের ও সাবেক ছাত্রনেতা নুরুল আফসারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য দেন অর্ণব করপোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব, বিশিষ্ট পশু চিকিৎসক বেচু ঘোষ, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুদর রহিম, জামায়াত নেতা কামরুল আলম।

এর আগে মোটরসাইকেল শোডাউন করে জামায়াত-শিবির নেতাকর্মীরা মহাসড়ক রিসিভ করে ডা: তাহেরকে সমাবেশে নিয়ে যায়। সমাবেশে জামায়াত-শিবির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।