চট্টগ্রামে ৫ ডিসেম্বর জামায়াতসহ ৮ দলের সমাবেশ সফল করার আহ্বান নেতাদের

রোববার চট্টগ্রাম মহানগর কার্যালয়ে জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীলদের এক বৈঠকে এ আহ্বান করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
দায়িত্বশীলদের বৈঠক
দায়িত্বশীলদের বৈঠক |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে দায়িত্বশীলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ৫ ডিসেম্বর লালদিঘী মাঠে জামায়াতসহ ৮ দলের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলা উদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আবদুস সালাম আজাদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মাদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।