বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়ার পর ট্রলারসহ নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।
আজ সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামের ট্রলারটি আট জেলেকে নিয়ে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে সাগরে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে থাকে।
তিনি বলেন, ১৭ আগস্ট সকাল ১০টার দিকে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করেন। এরপর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘স্বাধীন বাংলা’ মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫ নম্বর বয়া এলাকা থেকে ট্রলারসহ সব জেলেকে উদ্ধার করে।
তিনি আরো জানান, উদ্ধার শেষে জেলেদের চিকিৎসা ও খাবার সরবরাহ করে ট্রলারটিকে নিরাপদে তীরে নেয়া হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, উপকূল ও উপকূলীয় মানুষের জীবন-সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।