মেঘনায় জলদস্যু ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মেঘনা নদীর তীরবর্তী কালিরচর গ্রামে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে জলদস্যু বাহিনী ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
জলদস্যু বাহিনী ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
জলদস্যু বাহিনী ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে মেঘনা নদীর তীরবর্তী কালিরচর গ্রামে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে জলদস্যু বাহিনী ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কিবরিয়া মিয়াজীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ সময় তারা ড্রেজার বসিয়ে ফসলি জমি কেটে নেয়। প্রতিরোধে এগিয়ে গেলে কিবরিয়া বাহিনী গ্রামবাসীর দিকে গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয়রা আরো জানায়, মঙ্গলবার কিবরিয়া বাহিনীর গুলিতে কালিরচর গ্রামের দ্বিন ইসলাম মিজির ছেলে রিপন মিজি (৩০) গুলিবিদ্ধ হয়।

চরআব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মাহবুব আলম বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কিবরিয়ার লোকজন বালু কাটতে গেলে দেড় থেকে দুই শতাধিক গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ড্রেজার সরিয়ে নেয়া হয় এবং পরিস্থিতি শান্ত হয়।’

তিনি আরো জানান, ‘বুধবার রাতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজন শ্রমিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেছে।’