পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমনা আক্তার ওই এলাকার মো: ফারুক শিকদারের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী অমিত হাসান (২৫) পিরোজপুর সদর উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে অমিত হাসান ধারাল অস্ত্র দিয়ে সুমনা আক্তারকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন এবং দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় সুমনাকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলেও সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, ‘নিহতের বাবা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



