লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে হকার ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকার হকার, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে হকার ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ
লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে হকার ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকার হকার, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইবনে মাসুদ রানা, লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমানসহ লোহাগাড়া প্রেসক্লাবের সকল সদস্য এবং দ্বায়িত্বশীল।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ বলেন, ‘শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। লোহাগাড়া প্রেস ক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ না থেকেই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।’

সংগঠনের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, ‘সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও লোহাগাড়া প্রেস ক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।’

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগগুলো অনেক প্রশংসনীয় এবং অনুকরণীয়। লোহাগাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দদেরকে মানবিক কাজের উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানাচ্ছি। শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।

তিনি আরো বলেন, আমরা আশা রাখি সকলে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ জায়গা থেকে ভোট দিতে যাবেন, কেননা আপনাদের এক একটা ভোটের জন্যই এত রক্ত ঝরেছ এবং এত এত শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছেন তারা আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করতেই এমন ত্যাগ করেছেন সুতরাং সকলে নিজ নিজ জায়গা থেকে ভোট দিবেন এবং অন্যদেরও উৎসাহিত করবেন।

Topics