ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারীতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও দাদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষজন অংশ নেন।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কলমেশ্বরদী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর গভীর রাতে কলমেশ্বরদী বাজারের বিভিন্ন দোকানের শাটার ও দেয়ালে ‘১৩ নভেম্বর খেলা হবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, জয় বাংলাসহ নানা স্লোগান লিখে রাখে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতার পরিবেশ তৈরির চেষ্টা করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিলের আয়োজন করে।
এ সময় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী চক্রের ছত্রছায়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব উত্তেজনামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আদম কাজী, ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো: এনামুল চৌধুরী, সদস্য ইলিয়াস মুন্সি, বিএনপি নেতা ইসরাইল কাজী, মো: ইসহাক, জাহিদুল ইসলাম ও দাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু নাছিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



