খাগড়াছড়িতে ইউপিডিএফের দু’পক্ষের সংঘর্ষে আহত ১

সকালে চেঙ্গী স্কয়ারে উভয় পক্ষ ইটপাটকেল ও গুলতি নিক্ষেপে জড়ায়। এ সময় শহরের পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
নয়া দিগন্ত

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে মিছিল সমাবেশকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় প্ল্যাকার্ড, ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) তাদের মিছিলে হামলা ও বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করে জানায়, অনাদি চাকমা নামে এক নারী গুলিবিন্ধ হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে চেঙ্গী স্কোয়ারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চেঙ্গী স্কয়ারে উভয় পক্ষ ইটপাটকেল ও গুলতি নিক্ষেপে জড়ায়। এ সময় শহরের পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সূত্রে দাবি করা হয়, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস’ উপলক্ষে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছালে প্রতিপক্ষ হামলা চালায়। এতে অনাদি চাকমা নামে এক নারী আহত হন বলে দাবি করা হয়।

সংগঠনটির জেলা সংগঠক অংগ মারমা বলেন, যারা সরকারি বাহিনীর প্রত্যক্ষ মদদপুষ্ট, তারা শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। হামলাকারীরা গুলি চালিয়েছে।

গুলির বিষয়টি অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) -এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, ৫ আগস্ট উপলক্ষ্যে পাহাড়ি ছাত্র পরিষদ একটি আনন্দ মিছিল বের করে। চেঙ্গী স্কয়ারে পৌঁছালে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। তবে গুলির কোনো ঘটনা আমাদের জানা নেই।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ইউপিডিএফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।