যশোরের কেশবপুরে ট্রাকচাপায় জয়দেব কর্মকার (৫০) নামে এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বুজতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জয়দেব কর্মকার কেশবপুর শহরের একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। ওই দিন রাতে সাইকেলে করে তিনি আলতাপোল গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চুকনগরগামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। মুহূর্তেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।