সবুজ প্রকৃতি আর মনোরম পরিবেশের জন্য খ্যাত মৌলভীবাজার জেলায় পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী এক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। ‘এক লাখ গাছের চারা বিতরণ’ কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুলাউড়া উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।
কুলাউড়া উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
চারা বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। প্রতিটি শিক্ষার্থী নিজ হাতে একটি করে ফলজ বা ঔষধি গাছের চারা গ্রহণ করে তা নিজের বাড়িতে রোপণের প্রতিশ্রুতি দেয়।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং তাদের মাঝে সবুজ প্রকৃতি গড়ার দায়িত্ববোধ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ। এ কর্মসূচি শুধু পরিবেশ সুরক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসনের মহতী উদ্যোগে কুলাউড়ায় চারা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে প্রশংসা ও সন্তোষ প্রকাশ পেয়েছে।