১৬ বছর পর ভান্ডারিয়ায় বিএনপির সম্মেলন

‘শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। ওই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বলেই জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছিল।’

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Bhandaria
ভাণ্ডারিয়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল
ভাণ্ডারিয়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল |নয়া দিগন্ত

দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছিলেন। যেখানে থাকবে না কোনো আইনের দুঃশাসন। যেখানে থাকবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা। সেজন্যই কালের সাক্ষী হয়ে জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। ওই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বলেই জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছিল। এই জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন যিনি, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’

তিনি জামায়াতের উদ্দেশে বলেন, ‘আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনারা জাতীয় নির্বাচনকে বিলম্ব করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন এবং পিআর পদ্ধতির দাবি তুলেছেন।’

চরমোনাই পীরের উদ্দেশে তিনি বলেন, ‘পীর সাহেব আপনি বলেছেন, টাকা উঠে পল্টনে, চলে যায় লন্ডনে’-এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা। আপনি আপনার মুরিদদের সামনে তওবা করেন।’

উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো: মনির হোসেন আকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো: জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার প্রমুখ।